বাংলাদেশের সেরা ছবির তালিকা - সেরা ১০ টি মুভি কোনগুলা জানুন
প্রিয় পাঠকগণ আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশের সেরা ১০ টি মুভি। এই পোস্টে আমরা আপনাদেরকে বাংলাদেশের সেরা ১০ টি মুভির কথা জানাবো। এগুলো যদি আপনি দেখে না থাকেন, এখান থেকে সিনেমা গুলোর তথ্য পাওয়ার পরে অবশ্যই এ সিনেমাগুলি দেখে নিবেন। কারণ সিনেমা গুলি অত্যন্ত আকর্ষণীয়।
ভূমিকা
আপনারা যারা বাংলাদেশের সিনেমা দেখেন এবং আপনাদেরকে অনেকে অনেকে বলে যে তুই শালা ক্ষেত তুই তো বাংলাদেশের সিনেমা দেখিস, বাংলা সিনেমা দেখিস। তো আজকের এই পোস্টটি সেইসব মানুষদের জন্য। কারণ আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে এমন দশটি সিনেমার কথা তুলে ধরব যেগুলো বাংলা সিনেমার গর্ব। এই দশটি সিনেমা বাংলাদেশের তৈরি হলেও আপনি দেখে ভাববেন এটি হয়তো কোন আন্তর্জাতিক সিনেমা। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সেই দশটি সিনেমা কোনগুলা।
বাংলাদেশের সেরা ১০ ছবির তালিকা
এখানে উল্লেখ্য যে আমরাই তালিকার মধ্যে গত ১০ বছরের বাংলাদেশের যত সিনেমা আছে তার মধ্যে বাছাই করে দশটি সিনেমা এর তালিকা তৈরি করেছি। এখানে দশটি দশটি সিনেমায় সেরা ধারাবাহিকভাবে এদের কোন সিরিয়াল করা হয় নাই। আর মনে রাখবেন এই সিনেমাগুলো বাংলাদেশের গত ১০ বছরের মধ্যে সেরা সিনেমা। প্রচলন দেরি না করে দেখে নেয়া যাক সিনেমা গুলো কি কি।
- মাটির প্রজার দেশে 2018
- লাইভ ফ্রম ঢাকা 2016
- আমার বন্ধু রাশেদ 2011
- আয়নাবাজ 2016
- অজ্ঞাতনামা 2016
- গেরিলা 2011
- টেলিভিশন 2013
- ঘেটুপুত্র কমলা 2012
- জ্বালানোর গল্প 2014
- ঢাকা অ্যাটাক 2017
সেরা ১০০ বাংলা সিনেমা
বাংলা সিনেমা ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ সিনেমা তৈরি হয়েছে। নিম্নলিখিত সেরা ১০০টি বাংলা সিনেমার মধ্যে কিছু চর্চিত সিনেমা যেগুলি রয়েছে:
1. পথের পাঁচালী (1955)
2. অপু সংসার (1959)
3. জাকির হুসেনের রায় (1959)
4. নেতাজি সুবহাষ চন্দ্র বসু (1975)
5. অপু তৃতীয় (1987)
6. পাথের পাঞ্চালী (1953)
7. দেবী (1960)
8. মেঘে ঢাকা তারা (1960)
9. অপু শংকর (1954)
10. গোটা গোতা সন্দেশ (1998)
11. শ্রীমান প্রিয় (1977)
12. জলসাগর (1958)
13. অপুর সংসার (1959)
14. ব্ল্যাক (2005)
15. জলসাগর (1973)
16. আপু র সংসার (1959)
17. অপুর পঞ্চালী (1959)
18. পথের পাঁচালী (1958)
19. জীবন মৃত্যু (1991)
20. সত্যজিত রায় (1964)
21. পোথিকৃত এক দিন (1970)
22. যানদেশ (2007)
23. মহাননা (1957)
24. স্বদেশ সবে মিলে গেছে (2007)
25. আপু র সংসার (1952)
26. জীবনে নীল নদীর তীরে (1970)
27. প্রাণের চিত্ত (1972)
28. সেবায়ান (1977)
29. গুরু (2004)
30. অপুর সংসার (1956)
31. কাঞ্চনজঙ্ঘা (1962)
32. মণি নায়িকা (1958)
33. কিষোর বিদ্রোহী (1958)
34. যত্রা ধূপ ছায়া (1974)
35. দেখনা বেনে (1968)
36. জানিতে শর্ত আছে (1973)
37. বলদ (1982)
38. শ্রীমতি তুলসি (1971)
39. জাকির হোসেন এর রায় (1956)
40. সাঠি মামা (1977)
41. মেমেন্টো (2003)
42. শ্রবণ মেঘে বেরে আসা (1959)
43. নির্মলেন্দু চৌধুরী (1969)
44. রাতের পাকবাজারে (1958)
45. বৈষ্ণব পাদবান (1991)
46. শঙ্কর মচ্ছের মুখ (2003)
47. কংকণ (1965)
48. সপ্তপদী (1981)
49. অপুর পাঁচালী (1955)
50. প্রাতিদ্বন্দ্বী (1992)
বাংলাদেশের সেরা নায়ক কে
বর্তমানে বাংলাদেশে একজন সুপারস্টার রয়েছে যার নাম হচ্ছে শাকিব খান.
বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা ছবি
২০২৩ সালের আগ পর্যন্ত বাংলাদেশের সেরা আয় করা ছবি ছিল বেদের মেয়ে জোসনা। তবে এখন সেই স্থানটি দখল করে নিয়েছে শাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমা। প্রিয়তমা সিনেমাটি মোট আয় করেছে ৪২ কোটি টাকা। যেখানে বেদের মেয়ে জোসনা আয় করেছিল ২০ কোটি টাকা। তাছাড়া বাংলাদেশের ১০ টি সেরা আয় করা সিনেমার লিস্ট দেওয়া হলোঃ-
English movies list
Certainly, here is a list of 20 English-language movies from various genres:
1. The Shawshank Redemption (1994)
2. The Godfather (1972)
3. Pulp Fiction (1994)
4. The Dark Knight (2008)
5. Forrest Gump (1994)
6. Inception (2010)
7. The Matrix (1999)
8. Schindler's List (1993)
9. Gladiator (2000)
10.The Fellowship of the Ring (2001)
11. Fight Club (1999)
12. The Silence of the Lambs (1991)
13. The Departed (2006)
14. The Green Mile (1999)
15. Avatar (2009)
16. The Avengers (2012)
17. The Social Network (2010)
18. The Revenant (2015)
19. The Grand Budapest Hotel (2014)
20. Mad Max: Fury Road (2015).
সিনেমা ও আলোচনা
ঢাকা অ্যাটাক (Dhaka Attack)
"ঢাকা অ্যাটাক" হলো একটি বাংলা সিনেমা যা 2017 সালে প্রকাশিত হয়েছিল। এই সিনেমাটি বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে তার প্রযুক্তি বহুল ব্যবহার করে তৈরি করা হয়েছে। "ঢাকা অ্যাটাক" ছবিটি বাংলাদেশের 2016 সালে ঘটিত ঢাকা হামলা উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাফরি। "ঢাকা অ্যাটাক" সিনেমার কিছু অভিনেতা যেমনঃ-আরফিন শুভ, মাহিয়া মাহি, আসিফ ,ইমরান শাখ হাসান ইত্যাদি তারকা। এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছিল এবং সিনেমার তারকাদের অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিল।
জ্বালানোর গল্প
জালানোর গল্প সিনেমাটি ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। এই সিনেমাটার কাহিনী এবং গল্প অনেক সাধারন হলেও এর যে গল্প বলার যে পদ্ধতি সেটা অবাস্তব। সহজ সরল গল্পকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনা কিভাবে করতে হয় এই সিনেমা না দেখলে হয়তো বোঝা যাবে না। সিনেমাটির থ্রিলার নয় তবে সিনেমার একটা দৃশ্যের পরে আরেকটা দৃশ্য কি হতে পারে এটা সব সময় মনের মধ্যে ভাবতে থাকবে। তাই আপনি যদি এই সিনেমাটি এখনো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এই সিনেমার মূল চরিত্র ছিলেন আমাদের সবার প্রিয় মোশারফ করিম। যিনি তার সাধারণ অভিনয়ের দ্বারা সিনেমাটিকে আরো ফুটিয়ে তুলেছে।
ঘেটুপুত্র কমলা
"ঘেটুপুত্র কমলা" একটি বাংলা চলচ্চিত্র যা ২০১২ সালে প্রকাশিত হয়েছিল। এই চলচ্চিত্রটি বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচায়ে প্রথম ছবি হিসেবে প্রকাশিত হয়। এই সিনেমাটির পরিচালক বা রচিয়তা ছিলেন আমাদের সবার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ। যিনি তার গল্প ও নাটকের বই লিখিত আমাদের মাঝে একটি খ্যাতি অর্জন করেছেন সেই সাথে তার তৈরি সিনেমা ঘেটু পুত্র কমলা অন্যতম একটি সিনেমা হিসেবে তৈরি হয়েছে। যদি আপনি এখন সিনেমাটি না দেখে থাকেন অবশ্যই দেখে নিবেন এই লিংকে ক্লিক করলে এই সিনেমাটি পেয়ে যাবেন।
টেলিভিশন (Television)
এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এই সিনেমাটি দেখার সময় কখন আপনার চোখের কোনে জমবে একটু জল অথবা কখনো কখনো মুচকি হাসবেন সত্যিই অসাধারণ একটি সিনেমা এটি।
শেষ কথা
আজকের এই পোস্টে আমরা তুলে ধরেছি বাংলাদেশের সেরা ১০ টি সিনেমা. এই লিস্টের শুধু ২০২০ সাল পর্যন্ত সীমাবদ্ধ. ২০ ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সেরা দশটি সিনেমা এখানে তুলে ধরা হয়েছিল. যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার প্রিয়জনরা এই সিনেমাগুলো সম্পর্কে জানতে পারে.
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url